ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

৫-১২ বছরের শিশুদের টিকাদান শুরু জুলাইয়ে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ২৯ জুন ২০২২

পাঁচ থেকে ১২ বছরের শিশুদের কোভিডের টিকাদান জুলাইয়ের শেষদিকে শুরু করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সচিবালয়ে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে তিনি বলেন, “টিকা কার্যক্রম চলছে। শিশুদের জন্য টিকা জুলাইতে পেয়ে যাব। এটা হাতে আসলে জুলাইয়ের শেষে টিকা কার্যক্রম চালু করতে পারব।”

দেশে নতুনর করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার বিষয়ে জাহিদ মালেক বলেন, “করোনা নিয়ে চিন্তিত, তবে শঙ্কিত নই। আমাদের প্রস্তুতি আছে।”

দেশে পাঁচ থেকে ১২ বছর বয়সী সব শিশুকে কোভিড টিকার আওতায় আনা হবে বলে গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

সেদিন তিনি বলেন, এই টিকা পাওয়া যাবে কোভ্যাক্সের মাধ্যমে, যার প্রক্রিয়াও শুরু হয়েছে। 

টিকা পেলেই জন্ম নিবন্ধনের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে শিশুদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। 
এএইচএস/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি